এবার বিজ্ঞাপনে অপু বিশ্বাস

বিনোদন: চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। দর্শককে উপহার দিয়েছেন ব্যবসাসফল সিনেমা। এবার নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন এই নায়িকা। এসএমসি’র বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। রোববার রাজধানীর কারওয়ান বাজারে একটি স্টুডিওতে এর দৃশ্যধারণ করা হয় বলে জানান অপু বিশ্বাস। অপু বলেন, ‘সিনেমার পাশাপাশি ভালো বিজ্ঞাপনের অফার পেলে করি। এসএমসির এই বিজ্ঞাপনটি একটু ব্যতিক্রম মনে হয়েছে। তাই কাজটি করছি। এর মাধ্যমে মানুষের সচেতন হওয়ারও সুযোগ আছে।’ সম্প্রতি অপু বিশ্বাস ‘ঈষা খা’ সিনেমার শুটিং শেষ করেছেন। তার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এ ছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর ম-ল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!