এবার মারাঠি রানী হলেন কৃতী শ্যানন
বিনোদন: বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন। বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তিনি। নতুন সিনেমা ‘পানিপথ’-এর জন্য বর্তমানে নিজেকে প্রস্তুত করছেন এ অভিনেত্রী।
এ সিনেমায় মারাঠি রানীর চরিত্রে অভিনয় করবেন কৃতি। তিনি সম্প্রতি ছবিটি সম্পর্কে মুখ খুলেছেন। কৃতী ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সিনেমার সংলাপে তাকে মারাঠি ভাষায় বলতে শোনা যাবে। আর এর প্রয়োজনেই মারাঠি ভাষা শিখছেন তিনি। ‘পানিপথ’ সিনেমাটি পরিচালনা করছেন আশুতোষ গোয়ারিকর।
এতে আরো অভিনয় করছেন সঞ্জয় দত্ত, অর্জুন কাপুর প্রমুখ। এদিকে বর্তমানে ‘হাউজফুল ফোর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত কৃতী শ্যানন।
Spread the love