এবার রিয়েলিটি শোর উপস্থাপনায় টয়া
বিনোদন: আসছে ১০ই ডিসেম্বর থেকে চ্যানেল আইয়ে শুরু হবে শিশুদের প্রতিযোগিতামূলক গানের রিয়েলিটি শো ‘গানের রাজা’। এটির উপস্থাপনায় থাকছেন মডেল-অভিনেত্রী মুমতাহিনা টয়া।
এটি নিয়ে টয়া বলেন, এর আগেও চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছি। যেহেতু ‘গানের রাজা’ শিশুদের প্রতিযোগিতামূলক গানের আয়োজন তাই উপস্থাপনাও আনন্দের হবে বলেই মনে করছি।
শিশুদের প্রতি একধরনের ভালো লাগা সব সময়ই ছিল, এখনো আছে। এজন্য শিশুদের রিয়েলিটির শোতে উপস্থাপনার প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে রাজি হয়েছি।
Spread the love