এ বছর নাগরিকদের হজ পালনে মালয়েশিয়ার নিষেধাজ্ঞা

বিদেশ : সৌদি আরবসহ বিশ্বব্যাপী উদ্ভূত করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে এ বছর মালয়েশীয় নাগরিকদের হজ পালনে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রেস ব্রিফিংয়ে মালয়েশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি এ ঘোষণা দেন। জুলকিফলি বলেন, আমি আশা করি হজে যেতে আগ্রহীরা ধৈর্য ধারণ করবেন ও সরকারের এ সিদ্ধান্ত মেনে নেবেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে। এ বছর ৩১ হাজার ৬শ’ মালয়েশীয় নাগরিকের হজ যাত্রা করার কথা। প্রতি বছর মুসলিম সংখ্যাগুরু এ দেশ থেকে হাজার হাজার মানুষ হজ উপলক্ষে সৌদি আরবের দুই পবিত্র শহর মক্কা ও মদিনা সফর করেন।

এর আগে গত সপ্তাহে আরেক মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়াও চলতি বছর নিজ দেশের নাগরিকদের হজে যেতে দেবে না বলে ঘোষণা দেয়। এদিকে বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে এ বছর আদৌ হজ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছে। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত সৌদি আরব কিছু জানায়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!