ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে পাবনায় আলোচনা সভা
পাবনা প্রতিনিধি: পাবনায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করেন।
Spread the love