ঐশ্বরিয়া’র মুখে নতুন খবর
বিনোদন: দীর্ঘ ন’বছর পর অনস্ক্রিন কামব্যাক করার কথা ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের। সৌজন্যে অনুরাগ কাশ্যপ প্রোডাকশনের ‘গুলাব জামুন’। কিন্তু দিন দু’য়েক আগে জানা গিয়েছে, সেই ছবিতে অভিনয় করবেন না এ অভিনেত্রী। তবে নতুন খবর পাওয়া গেলো এবার। কল্কি কৃষ্ণমূর্তির উপন্যাস ‘পন্নিয়ান সেলভান’ অবলম্বনে সিনেমা তৈরি করতে চলেছেন মণি রতœম। বিগ বাজেটের এই ঐতিহাসিক ছবিতে অমিতাভ বচ্চনের নাম আগেই ভেবেছিলেন পরিচালক। সদ্য সে ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন ঐশ্বরিয়াও। আগামি ১৪ জানুয়ারি পোঙ্গল উৎসবের সময় নাকি এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করবেন মণিরতœম। ঐশ্বর্য বলেন, এ ছবির গল্প অত্যন্ত মনে ধরেছে আমার। তাছাড়া আমার চরিত্রটিও চমৎকার। আমার বিশ্বাস ছবিটি ভালো লাগবে সবার।
Spread the love