ওনার্স এসোসিয়েশানের বার্ষিক সভা
পিপ (পাবনা) : আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশান পাবনা জেলা শাখার প্রথম বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার শহরের বাইপাস মোড়ে শফিক মেডিকেল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ছিলেন পাবনার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কেএম আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সিনিয়র সহসভাপতি মো. আলী মর্তুজা বিশ্বাস সনি। এ ছাড়া পাবনা চেম্বারের পরিচালক সাংবাদিক এবিএম ফজলুর রহমান, চেম্বারের পরিচালক আশরাফ উজ জামান মিঠু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশান পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইছামতি ক্লিনিক এন্ড হাসপাতালের মালিক আলহাজ মো. আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহসভাপতি মিতু জেনারেল হাসপাতালের মালিক সৈয়দ তাজ উদ্দিন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক ডিজিটাল হাসপাতালের মালিক মো.আব্দুল্লাহ আল হারুন, কার্যনির্বাহী সদস্য, ইউরো মেডিকেল এন্ড কনসালটেশন সেন্টারের অংশিদার মো. আব্দুল ওয়াহাব চৌধুরী, দিপা ক্লিনিকের মালিক মো. দোলোয়ার হোসাইন, আলেয়া ক্লিনিক এন্ড হাসপাতালের মালিক মো. আলমগীর হোসেন, আইডিয়াল হাসপাতালের মালিক মো.সাইদুর রশীদ খান পিন্টু, নিউ হলিকেয়ার হাসপাতালের মালিক মো. গোলাম মোস্তফা, সুজানগরের জয়া ডায়গোনষ্টিক সেন্টারের মালিক উপজেলা চেয়ারম্যান মো. শাহিনুজ্জামান শাহিন, ভাঙ্গুড়া হেলথ কেয়ার হাসপাতালের মালিক মো. আব্দুল জব্বার, রূপসী বাংলা ক্লিনিক এন্ড হাসপাতালের মালিক মো. শিমুল বিশ্বাস ও কাশীনাথপুরের ডক্টরস ল্যাব হাসপাতালের মালিক ডা. আমিরুল ইসলাম শানু।
প্রথম বার্ষিক সাধারণ সভায় অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।