ওয়েব সিরিজ ‘ইন্দুবালা’ নিয়ে হাজির হচ্ছেন পপি
বিনোদন: রূপালি পর্দার সোনালি দিনের নায়িকা হিসেবেই পরিচিতি পপির। নাটক-টেলিফিল্মেও এসেছেন তিনি। যদিও সেসবের সংখ্যা বেশ কম। আবার সিনেমাতেও বেশ ক’বছর ধরে অনিয়মিত আছেন তিনি।
আশার কথা হলো, আগামি ২৩ জানুয়ারি পপি হাজির হচ্ছেন একেবারে নতুন মাধ্যমে, নতুন অবয়বে। এদিন প্রকাশিত হবে তার প্রথম ওয়েব সিরিজ ‘ইন্দুবালা’। বিষয়টিনিশ্চিত করেছেন এর পরিচালক অনন্য মামুন।
তিনি জানান, এদিন রাতে এটি ইনোভেট সল্যুশনের ব্যানারে প্রকাশ পাচ্ছে আনলিমিটেড অডিও ভিডিও নামের ইউটিউব চ্যানেলে।
১২ পর্বের এই সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন পপি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওয়েব সিরিজটির গল্প, নির্মাণশৈলী বেশ আলাদা। আর এখন তো অনলাইনেই মানুষ অনেক সময় কাটায়। সেজন্য আলাদা আগ্রহ তৈরি হয়েছিল আমার। সব মিলিয়েই কাজটি করা।’এ ওয়েব সিরিজে অপর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আঁচল। এতে তার নাম আইরিন। এর মাধ্যমে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরলেন এ নায়িকা।
এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এবিএম সুমনসহ অনেকে।