‘কঠিন শর্ত’ মেনেই সিরিজ আয়োজন করবে বাংলাদেশ
স্পোর্টস: বাংলাদেশ সফরের আগে নানা অজুহাতে সুযোগ পেলেই বেঁকে বসে অস্ট্রেলিয়া ক্রিকেট দল! এবার আর কোনও সুযোগ দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ার দেওয়া কঠিন সব শর্ত মেনেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। পাঁচ টি-টোয়েন্টি খেলতে আগামী ২৭ জুলাই বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। সফরে আসার আগে বিসিবিকে কয়েকটি কঠিন শর্ত দিয়েছিল অজিরা। সিরিজটি আয়োজনে অস্ট্রেলিয়ার সব শর্তই মেনে নিচ্ছে বিসিবি। কী সেই শর্ত? পাঁচ ম্যাচের সিরিজটি দুটি ভেন্যু চট্টগ্রাম ও ঢাকায় আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। কিন্তু করোনাকালে এক ভেন্যুর বাইরে কোনও ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া। ফলে বিসিবিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই সব ম্যাচ আয়োজন করতে হচ্ছে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় শর্ত, বাংলাদেশে পৌঁছে বিমানবন্দরে উন্মুক্ত ইমিগ্রেশন করবে না তারা। তাদের প্রতিনিধির কাছে পাসপোর্ট রেখে সবাই সরাসরি টিম হোটেলে উঠবে। শুধু তা-ই নয়, টিম হোটেলও হতে হবে তাদের মনের মতো। তারা যে হোটেলে উঠবে, সেখানে তারা ছাড়া আর কোনও অতিথি থাকতে পারবেন না! যদিও অস্ট্রেলিয়ার দেওয়া এইসব কঠিন শর্ত মেনে নিয়েছে বিসিবি। এ ব্যাপারে জালাল ইউনুসবলেছেন, ‘সবকিছু পরিকল্পনা মতোই এগোচ্ছে। সফরটি নিশ্চিত হওয়ার আগে অস্ট্রেলিয়ার কিছু শর্ত ছিল। আমরা সেই সব মেনে নিয়ে কাজ এগিয়ে নিচ্ছি।’ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানও একই রকম তথ্য দিয়েছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির এই পরিচালক বলেছেন, ‘করোনা পরিস্থিতির কারণে অন্য সময়ের মতো করে ভাবার সুযোগ নেই। সব ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করবো আমরা। অস্ট্রেলিয়ার বাকি শর্তগুলো নিয়ে আমরা কাজ করছি।’ অস্ট্রেলিয়ার কঠিন সব শর্ত মেনে নেওয়ার কারণও আছে বাংলাদেশের। কেননা তারা এমনিতেই বাংলাদেশে খুব একটা সফর করে না, এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলে প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ। ২০১১ সালের এপ্রিলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে যাওয়া অস্ট্রেলিয়া ২০১৭ সালে সেপ্টেম্বরে দুটি টেস্ট খেলতে এসেছিল। এরপর আর বাংলাদেশ সফরে আসেনি তারা।