কবিতা, আবৃত্তি ও সাহিত্য সাধনা মানুষের মনের খোরাক-সোহানী হোসেন
পিপ (পাবনা) : পাবনার ইউনিভার্সাল ফুডের ব্যবস্থাপনা পরিচালক, কবি ও রোটারিয়ান সোহানী হোসেন বলেছেন, কবিতা, আবৃত্তি তথা সাহিত্য সাধনা মানুষের মনের খোরাক। এই মনের খোরাককে বাঁচিয়ে রাখতে অবস্থাবানদের সবার উচিৎ কবি সাহিত্যিকদের পৃষ্টপোষকতা করা।
বুধবার সন্ধ্যায় পাবনার ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত কবিতা আবৃতি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বনমালী শিল্পকলা কেন্দ্রের কার্যকরী পরিষদ সদস্য, আবৃত্তি উপ-পরিষদের সম্মানিত আহ্বায়ক ও ইউনিভার্সাল ফুডের ব্যবস্থাপনা পরিচালক কবি ও রোটারিয়ান সোহানী হোসেন এ কথা বলেন।
বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক ড. মোঃ হাবিবুল্লাহ, যুগ্ম সম্পাদক সাংস্কৃতিক জনাব প্রলয় চাকী, কোষাধক্ষ্য মোসাদ্দেক আলী খান খসরু, আবৃত্তি পরিষদের সদস্য ও আবৃত্তি প্রশিক্ষক জনাব হাবিবুল্লাহ জোয়াদ্দার ও মাজেদা পারভীন এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রশিক্ষণে প্রায় ৫০ জন প্রশিক্ষনার্থী শিশু ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শিশুদের নিয়ে কেক কেটে ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় এই প্রশিক্ষণ কর্মসূচি। শুরুতেই জাতীয় সংগীত গাওয়া হয়।