আজ কবি বন্দে আলী মিয়া’র ১১৪ তম জন্ম বার্ষিকী
নিজস্ব প্রতিবেদক : আজ (১৭ জানুয়ারি) পাবনায় কবি বন্দে আলী মিয়া’র ১১৪ তম জন্ম বার্ষিক অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সকালে শহরের রাধানগর নারায়নপুরে কবিকুঞ্জের পাশে অবস্থিত কবি’র সমাধীস্থলে (কবরস্থানে) পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কবি বন্দে আলী মিয়া স্মরণ পরিষদ ও শুভ সংঘ সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ ছাড়া কবি’র স্মরণ পরিষদের উদ্যেগে বিকেলে কবিতা আবৃতি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শিশু সাহিত্যিক, সাট্যকার ও গীতিকার কবি কন্দে আলী মিয়া’র ‘‘আমাদের গ্রাম’’ আজও পাঠ্য বইয়ে পঠিত হয়।
Spread the love