কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়ার ঐতিহ্যবাহী দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আমিরুল ইসলাম রাঙার সভাপিতত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আকরাম আলী।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা এসএম শাহজাহান আলী। আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, সাংবাদিক মাসুদ রানা, নুরুল ইসলাম খান।
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রথান শিক্ষক মাহতাব উদ্দিন।
সহকারি শিক্ষক ইয়াছিন আলীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাভেন, নবম শ্রেণীর ছাত্র আবিদ হাসান, দশম শ্রেণীর ছাত্র মোতোয়াসিম বিল্লাহ, বিদায়ী ছাত্র মশিউর রহমান অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও দেবোত্তর ডিগ্রী কলেজের প্রভাষক কেএম মোস্তাফিজুর রহমান মাসুম, কাউন্সিলর গোলাম সরোয়ার সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও নবীন এবং বিদায়ী ছাত্রবৃন্দ। বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় ছাত্রদের হাতে একটি করে কলম,স্কেল তুলে দেওয়া হয়।