করণী সেনাদের বিক্ষোভ কঙ্গনার বাড়ির সামনে
বিনোদন: ইতিহাসের এক বীরগাথায় অভিনয় করে কঙ্গনা রানাওয়াত এখন জনপ্রিয়তার শীর্ষে। তার আগুনে অভিনয়ে মুগ্ধ দর্শককুল। শুক্রবারই নতুন ছবি ‘মণিকর্ণিকা’র প্রচারে কলকাতায় এসে জানিয়ে গিয়েছেন, অভিনয় তো চলবেই, দেশের জন্যও বৃহত্তর কিছু করতে চান। সেই কঙ্গনার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো শুরু করেছে রাজপুত করণী সেনা। অবশ্য চলচ্চিত্রটি মুক্তির আগেই তরণী সেনা দাপট দেখাতে শুরু করেছে। ইতিমধ্যেই কঙ্গনা রাজপুত করণী সেনা তাকে হেনস্তা করছে জানিয়ে বলেছেন, এরপর যদি ওরা আমায় হেনস্তা করা বন্ধ না করে, তাহলে ওদের জেনে রাখা ভালো আমিও একজন রাজপুত। এক একজনকে ধ্বংস করে দেব। সেই নিয়ে করণী সেনারা দাবি করেছিল কঙ্গনার ক্ষমার।
ক্ষমা চাইতে কঙ্গনা রাজি না হওয়ায় নায়িকার মুম্বইয়ের পালি হিলসের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে সেনারা। এর আগে দীপিকা পাড়-কোন অভিনীত পদ্মাবতের বিরুদ্ধেও এই রাজপুত সেনারা বিক্ষোভ দেখিয়ে, আগুনে সেট পুড়িয়ে বন্ধ করতে চেয়েছিল চলচ্চিত্রটি। মণিকর্ণিকার শুটিংয়ের সময়ও বাধা দেবার চেষ্টা করেছে। তবে এবারও তারা প্রতিবাদ জানাতে হাজির হয়েছে কঙ্গনার বাড়ির সামনে। এই করণী সেনার মতে, রানী লক্ষ্মীবাইয়ের ভুল চরিত্রায়ান করা হয়েছে। তবে পুলিশ অবশ্য কঙ্গনার বাড়ির সামনে নিরাপত্তার ব্যবস্থা করেছে।