করোনাজয়ীদের জন্য ‘দুঃসংবাদ

বিদেশ : মহামারি করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে লন্ডনের চিকিৎসকদের একটি গবেষণা রিপোর্ট চমকে দিয়েছে স্বাস্থ্য বিজ্ঞানীদের। গবেষকরা বলছেন, একবার করোনা আক্রান্ত হলে পরবর্তীকালে সেই রোগীর জটিল অপারেশনের ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এমনকি ছোটখাট অপারেশনের পরও এই ঝুঁকি থেকে যায়।

ল্যাঞ্চেট জার্নালে প্রকাশিত ওই গবেষণায় ২৪টি দেশের ২৩৫টি হাসপাতালের ১১২৮ জন রোগীকে পর্যবেক্ষণ করা হয়েছিল। গবেষকরা বলছেন, স্বাভাবিকভাবেই অস্ত্রোপচারের পর নানারকম প্রতিক্রিয়া তৈরি হয় রোগীদের মধ্যে। কিন্তু করোনাকে জয় করে ফিরে আসা রোগীদের মধ্যে এই প্রতিক্রিয়াগুলো জটিল আকার নেয়। ফলে প্রাণের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই করোনামুক্ত রোগীদের অপারেশনের পর খুব সাবধানে রাখতে হবে।

সেখানে বলা হয়, এই ধরনের রোগীদের থার্টি ডেজ মর্টালিটি রেট অর্থাৎ অপারেশনের পর ৩০ দিনের মধ্যে মৃত্যুর হার ২৪ শতাংশ। যা সাধারণ রোগীর চেয়ে অনেকটাই বেশি। খুব ছোট অপারেশনের ক্ষেত্রেও এই ঝুঁকি বেশি। গবেষকরা জানাচ্ছেন, জরুরি অস্ত্রোপচারের ক্ষেত্রে করোনামুক্ত রোগীদের মৃত্যুর হার ২৫.৬ শতাংশ।

আবার জরুরি নয় এমন অপারেশের ক্ষেত্রে মৃত্যু ভয় ১৬.৩ শতাংশ। আবার নারীদের তুলনায় পুরুষদের ঝুঁকি বেশি। বয়স অনুযায়ীও এই ঝুঁকির তারতম্য রয়েছে। বিশেষ করে, ৭০ ঊর্ধ্বের বয়সীদের ঝুঁকি অন্যান্যের তুলনায় বেশি।

এ প্রসঙ্গে গবেষণাপত্রের এক লেখক বার্মিংহাম বিশ্ববিদ্যালয়েন অনিল ভঙ্গু বলেন, ‘মহামারি ছড়ানোর আগে অস্ত্রোপচারের সময় যেসব রোগীর ঝুঁকিপূর্ণ বলে মনে হতো, তাদের তুলনায় করোনাজয়ী রোগীদের মৃত্যুহার অনেকটাই বেশি।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!