করোনাভাইরাসে মৃত্যুতে স্পেনকে ছাড়াল ব্রাজিল

বিদেশ : মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ব্রাজিলে মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৮৭৮ এ পৌঁছেছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
শুক্রবার দেশটিতে নতুন এক হাজার ১২৪ কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিল শুক্রবারই মৃত্যুর তালিকাতেও স্পেনকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে।

দক্ষিণ আমেরিকার এ দেশটিতে সরকারি হিসাবেই শুক্রবার পর্যন্ত চার লাখ ৬৫ হাজারের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। দুই লাখ ৩৮ হাজারের বেশি জ্ঞাত আক্রান্তের স্পেনে কোভিড-১৯ ২৭ হাজার ১২১ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে।

করোনাভাইরাসে মৃত্যুতে এখন স্পেন ও ব্রাজিলের উপরে আছে ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে।  শুক্রবার ব্রাজিলে নতুন করে আরও ২৬ হাজার ৯২৮ জনের দেহে নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে পেরু, মেক্সিকো ও চিলিতেও।

প্যান আমেরিকার হেলথ অর্গানাইজেশনের প্রধান ক্যারিসা ইটেল গত সপ্তাহে লাতিন আমেরিকাকে করোনাভাইরাস প্রাদুর্ভাবের নতুন কেন্দ্র অ্যাখ্যা দিয়েছিলেন।
সামনের সপ্তাহগুলোতে ওই অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে এক পূর্বাভাসে বলেছে ওয়াশিংটন ইউনিভার্সিটির হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন ইনস্টিটিউট (আইএইচএমই)।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!