করোনাভাইরাসে ৫ লাখ ইউরো দান করেছে বার্সেলোনা
স্পোর্টস: এবারের মৌসুমে ক্যাম্প ন্যুর স্বত্ব থেকে পাওয়া ৫ লাখ ইউরোর পুরোটাই করোনাভাইরাসের রিসার্চের জন্য দান করেছে বার্সেলোনা। ক্লাবটির ভাইস-প্রেসিডেন্ট জর্ডি কারডোনা এ কথা জানান।
কারডোনা আরো জানিয়েছেন ক্যাম্প ন্যুর নাম স্বত্ব আগামী মৌসুমেও বহাল থাকবে। স্থানীয় হাসপাতাল সান্ত ইয়োয়ান ডি ডিউতে অর্থ প্রদান অনুষ্ঠানে কারডোনা আরো বলেন, ‘শিশু ও গর্ভবতী মহিলাদের করোনায় ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে যে ধরনের স্টাডি করা হচ্ছে তাতেই সহায়তা দিচ্ছি আমরা।
এই হাসপাতালের দুর্দান্ত একটি রিসার্চ দল এ ব্যপারে অসাধারণ কাজ করছে। যতদিন পৃষ্ঠপোষকরা আমাদের সাথে জড়িত থাকবে ফাউন্ডেশনের মাধ্যমে এই সহায়তা আমরা চালিয়ে যাবার আশা করছি। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এটা করতে চাচ্ছি।’
Spread the love