করোনাভাইরাস: ইপিএলে আক্রান্তের সংখ্যা আরও বাড়ল
স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আরও তিন ক্লাবের চার জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। সোমবার ও মঙ্গলবার মোট এক হাজার ৮ জন ফুটবলার ও ক্লাব স্টাফের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছিল।
বুধবার লিগ কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে অবশ্য আক্রান্তদের পরিচয় জানানো হয়নি। বলা হয়েছে, তারা সাত দিন সেলফ আইসোলেশনে থাকবেন। ছোট ছোট গুরুপ ভাগ হয়ে খেলোয়াড়রা অনুশীলনে ফেরার পর থেকে ইংল্যান্ডের শীর্ষ লিগে মোট ১২ জন কোভিড-১৯ এ আক্রান্তের খবর মিলল।
গত ১৩ মার্চ থেকে স্থগিত রয়েছে প্রিমিয়ার লিগ।
Spread the love