করোনাভাইরাস: বিশ্বজুড়ে সংক্রমণ সাড়ে ৭ কোটি ছাড়াল

বিদেশ : বিশ্বজুড়ে শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা সাত কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে। শনিবার বৈশ্বিক সংক্রমণ এই উদ্বেগজনক মাইলফলক পার হয় বলে জানিয়েছে রয়টার্সের টালি। শুধু গত মাসেই বিশ্বজুড়ে এক কোটি ৮৬ লাখ ৫০ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে।

মহামারী শুরু হওয়ার পর থেকে ৩০ দিন সময়ের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্তের রেকর্ড এটি। বিশ্বে এ পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ইউরোপে। এখানে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ১৬ লাখ। এরপর এক কোটি ৭৯ লাখ সংক্রমণ নিয়ে দ্বিতীয় স্থানে আছে উত্তর আমেরিকা; লাতিন আমেরিকায় শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৪৫ লাখ ও এশিয়ায় এক কোটি ৩০ লাখ।

ইউরোপে পাঁচ দিনের মধ্যেই ১০ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও ফ্রান্সে আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ লাখের ঘর ছাড়িয়ে গেছে। যুক্তরাজ্যে শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে আর ইতালিতে আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ১৯ লাখ। শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্বের শীর্ষে আছে উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র। এখানে আক্রান্তের সংখ্যা এক কোটি ৭০ লাখ ছাড়িয়ে গেছে। সোমবার বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যায়।

পূর্ববর্তী সাত দিনের তথ্য বিশ্লেষণ করে রয়টার্স জানিয়েছে, দেশটিতে প্রতিদিন দুই হাজার ৫০০ জনেরও বেশি লোক মারা যাচ্ছেন। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে আছে ভারত, এরপর ব্রাজিল। বিশ্বের মোট জনসংখ্যার মাত্র চার শতাংশ যুক্তরাষ্ট্রে বসবাস করলেও বৈশ্বিক সংক্রমণের প্রায় ২৩ শতাংশ এ দেশটিতে ঘটেছে। শনিবার ভারতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত এক লাখ ৪৫ হাজারেরও বেশি রোগীর মৃত্যু হয়েছে। বুধবার ব্রাজিলে একদিনে রেকর্ড ৭০ হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭২ লাখ ছাড়িয়ে গেছে। এক লাখ ৮৬ হাজারেরও বেশি মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় এই দেশটি।সংক্রমণের এই উর্ধ্বগতির মধ্যেই বিশ্বের অন্তত দুটি দেশে করোনাভাইরাস টিকা দেওয়া শুরু হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে চলতি মাসে ব্রিটেন ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু করে। এরপর দ্বিতীয় দেশ হিসেবে যুক্তরাষ্ট্রেও একই টিকা দেওয়া শুরু হয়। ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদিত হওয়ার এক সপ্তাহ পর শুক্রবার মডার্নার টিকাও অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!