করোনার তান্ডবে বিচ্ছিন্ন সিডনি
বিদেশ : চলমান মহামারি করোনাভাইরাসের নতুন একটি ‘ক্লাস্টার’ বা গুচ্ছ সংক্রমণ শনাক্ত হওয়ার পর বিচ্ছিন্ন নগরীতে পরিণত হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি। ফলে দেশটির অন্য সব রাজ্য এবং অঞ্চল থেকে সিডনির বাসিন্দাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতোমধ্যে অস্ট্রেলিয়ার উত্তরে সমুদ্রসৈকত এলাকায় ৫ দিনের লকডাউন দেওয়া হয়েছে।
সিডনির বাসিন্দাদের বাড়িতে থাকার অনুরোধ করা হয়েছে। বৃহত্তর সিডনির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে ভিক্টোরিয়া রাজ্য। কেউ প্রবেশ করতে হলে ১৪ দিনের কোয়ারেন্টাইন মোকাবিলা করতে হবে।
‘দ্য অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি’ (এসিটি) সিডনির বাসিন্দাদের দেওয়া এক কঠোর বার্তায় বলেছে, আমাদের এখানে এসো না’। যদি তারা আসে তবে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ভিক্টোরিয়া রাজ্য ছাড়াও কুইন্সল্যান্ড রাজ্য এবং নর্দান টেরিটোরি সোমবার (২১ ডিসেম্বর) থেকে সিডনির সঙ্গে যাওয়া-আসায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। দ্বীপরাজ্য তাসমানিয়া শনিবার থেকে একই ব্যবস্থা গ্রহণ করেছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।