করোনায় পাবনায় জাসদ নেতার মৃত্যু
ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাবনার ঈশ্বরদীর জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু (৬৮) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাচ্চু পাবনার ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি এবং ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন।
তিনি পাবনার ঈশ্বরদী বিমানবন্দর সড়কের রহিমপুরের খলিলের মোড় এলাকার বাসিন্দা।
বাচ্চুর ছেলে তন্ময় সাংবাদিকদের জানান, গত ৫ মে কিডনি রোগ ও উচ্চ রক্তচাপ নিয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন বাচ্চু। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ মে তার করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।
গত বুধবার রাতে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিসেও আক্রান্ত ছিলেন। মৃত বাচ্চু স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।