করোনা আক্রান্তে যুক্তরাজ্যকে ডিঙিয়ে ৩ নম্বরে ব্রাজিল

বিদেশ : করোনা শনাক্তের সংখ্যায় যুক্তরাজ্যকে ডিঙিয়ে গেছে ব্রাজিল। সংক্রমণের দিক দিয়ে সারাবিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরই এখন ব্রাজিলের অবস্থান। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে ২ লাখ ৫৫ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। খবরে বলা হয়, সরকারি হিসেবে ব্রাজিলে এরই মাঝে করোনায় আক্রান্ত হয়ে ১৭ হাজার ৮শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুর দিক থেকে এটি ষষ্ঠ সর্বোচ্চ।

প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বেশি বলে মনে করছে পর্যবেক্ষকরা। করোনা মোকাবিলায় শুরু থেকেই দ্বিধা বিভক্ত ব্রাজিল। আঞ্চলিক গভর্নররা যখন করোনার সংক্রমণ রোধে লকডাউন দিচ্ছেন, দেশটির প্রেসিডেন্ট জায়ের বলসোনারো তখন এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।

তার মতে লকডাউন করোনার চেয়েও বেশি ক্ষতিকর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!