করোনা প্রতিরোধে পুলিশের ‘মাস্কআপ চাটমোহর’ সচেতনতা কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক :পাবনায় করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে চাটমোহর থানা পুলিশের ‘মাস্কআপ চাটমোহর’ নামে প্রচার অভিযান শুরু হয়েছে। আজ ২৭ জুন রবিবার বেলা সাড়ে ১১টায় পাবনার চাটমোহর স্টার মোড় ও থানার আমতলার সামনে জেলা পুলিশের উদ্যোগে ‘মাস্কআপ চাটমোহর’ অভিযানে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মানববন্ধন ও বিনামূল্যে পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় সহকারী পুলিশ সুপার ( চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) হাসান বাসির,চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক ও দৈনিক সমাচার দর্পনের চাটমোহর প্রতিনিধি সঞ্জিত সাহা কিংসুক, দৈনিক যুগান্তরের চাটমোহর প্রতিনিধি পবিত্র তালুকদার, দৈনিক ভোরের দর্পনের এম এ জিন্নাহ, দৈনিক তৃৃতীয় মাত্রার তোফাজ্জল হোসেন বাবু ও থানা পুলিশের এসআই, এ এসআই সহ প্রমুখ উপস্থিত ছিলেন।