করোনা ভাইরাস রোধে আটঘরিয়ায় পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস (কোভডি-১৯) সংক্রমণ রোধে মানুষের মাস্ক পরা রিশ্চিত ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানাতে ‘মাস্ক পরার অভ্যসে, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন করেছে পাবনার আটঘরিয়া থানা পুলিশ।
এ উপলক্ষে রোববার (২১ মার্চ) সকালে আটঘরিয়া বাজার থেকে উদ্বুদ্ধকরণ র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক ঘুরে বাজার প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালী শেষে জনসাধারনকে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোহায়মীন হোসেন চঞ্চল, আটঘরিয়া প্রেস ক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ প্রমুখ।
পরে জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমানসহ পুলিশ সদস্যরা।