করোনা ভাইরাস সচেতনে মাইক নিয়ে প্রচারনায় আটঘরিয়া পৌর মেয়র রতন
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে আতঙ্কিত না হয়ে করোনার হাত থেকে রক্ষা পেতে আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন নিজেই সোমবার সন্ধা থেকে পৌর এলাকায় মাইক নিয়ে প্রচারনায় নেমেছেন।
সোমবার তিনি পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বাজার এলাকায় ট্রাক যোগে মাইকে জনসচেতনতা মূলক বক্তব্য দিয়ে চলেছেন। তিনি এসময় জনসমাগম এড়িয়ে চলার জন্য জন সাধারণকে আহবান জানান।
এ বিষয়ে শহিদুল ইসলাম রতন বলেন, পৌর এলাকার কোথাও জনসমাবেশ করে এক জায়গায় জড়ো হওয়া যাবে না। নির্দেশ না দেওয়া পর্যন্ত চায়ের দোকান বন্ধ রাখতে নির্দেশ প্রদান করেন তিনি।
তিনি অরো বলেন, এসময় পর্যন্ত কোন এনজিও ঋণের কিন্তু নিতে পারবেন না।
তিনি আরো বলেন, বাজারে নিত্যদ্রব্যের মূল্য সংকট দেখিয়ে কোন ব্যবসায়ী যেন ফাইদা লুটতে না পারে সে দিকেও সজাগ রয়েছে প্রশাসন। এর ব্যস্তয় ঘটলে মোবাইল কোটের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
পৌর মেয়র নিজেই প্রচারনায় নামার বিষয়ে পৌর এলাকার জনসাধারণ তাকে ধন্যবাদ জানিয়েছেন।
আর এই প্রচারনার মাধ্যমে পৌরসভার সাধারণ মানুষ আরো সচেতন হবে বলে মনে করেন অভিজ্ঞ মহল।