কর্মস্থলে ফিরলেন পাবনার আলোচিত টিটিই শফিকুল

নিজস্ব প্রতিবেদক, পাবনা : বরখাস্তের আদেশ প্রত্যাহার ও স্বপদে বহালের আদেশের পর এবার কর্মস্থলে ফিরলেন পাবনার ঈশ্বরদীর আলোচিত টিটিই শফিকুল ইসলাম (৩৮)। আজ দুপুরে তিনি ঈশ্বরদী জংসন স্টেশনের টিটি ইজ হেডকোয়াটারে যোগ দেন। তবে, তাকে এখনও ট্রেনের দায়িত্ব বন্টন করা হয়নি। তার আগে সকাল দশটার দিকে যোগ দিতে ঈশ্বরদী জংসন স্টেশনে টিটি ইজ হেডকোয়াটারে পৌঁছান।
গতকাল রোববার (০৮ মে) বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও)’র কার্যালয় থেকে শফিকুলকে কাজে যোগদানের অনুমতি দেয়া হয়। সেই আদেশ আজ টিটি ইজ ইন্সপেক্টর ঈশ্বরদী জংসন হেডকোয়াটারে কার্যালয়ে এসে পৌঁছার পর কাজে যোগদানের আবেদন করেন শফিকুল।
এ সময় শফিকুল বলেন, কর্মস্থলে ফিরতে পেরে তিনি খুশি। তবে, ট্রেনে দায়িত্ব বন্টন করা হয়নি। হয়তো আগামীকাল থেকে দায়িত্ব পালন করতে পারবেন তিনি।
গত ৫ মে রাতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেনে ওঠা তিন যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করলে  টিটিই শফিকুলকে সাময়িক বরখাস্ত করা হয়। গতকাল রোববার তার সেই বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বপদে বহালের আদেশ দেয়া হয়।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!