কলকাতায় ‘আরক্ত’ ছবির শুটিং’এ অরিন
বিনোদন: কলকাতায় নতুন ছবির শুটিং করেছেন চিত্রনায়িকা অরিন। এ ছবির নাম ‘আরক্ত’। এ ছবিটি নিয়ে অরিন বলেন, এরইমধ্যে নতুন এ ছবির শুটিং শুরু করেছি। এ ছবিতে আমার সহশিল্পী হিসেবে কাজ করছেন কলকাতার টোটা রায় চৌধুরী ও রোহিত রায়। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ত্রিণা ফিল্মস। পরিচালনা করছেন অরিন্দম বসু। দারুণ একটি গল্প। চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং।
পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে এর শুটিং চলছে। কাজটি করে বেশ ভালো লাগছে। এ কাজটি নিয়ে আমি আশাবাদী। ছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন স্যাভি। নেপথ্য সঙ্গীতে থাকছেন দিব্যেন্দু মুখার্জি। কলকাতায় অরিন বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। কলকাতায় তার প্রথম ছবির নাম ‘অপরাজেয়’। এরপর ‘আমার ভয়’, ‘শর্টকাট’, ও ‘উল্কি’ শিরোনামের কয়েকটি ছবিতে কাজ করেছেন। এদিকে বাংলাদেশে অরিনের ‘ছিন্নমূল’, ‘মাতাল’ নামের ছবি দুটি মুক্তি পায়। অরিন ঢালিউডে চুক্তিবদ্ধ হয়েছেন ‘আমার সিদ্ধান্ত’ ও ‘সংসার’ ছবিতে। এসব ছবির বাইরে বাংলাদেশে সামনে তার অভিনীত ‘বিধ্বস্ত’ নামের একটি ছবি মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। এ ছবিতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করেছেন অরিন।