কলায় দূর হবে চুলের রুক্ষভাব

লাইফস্টাইল: শীতকাল চলে এসেছে, আর ছেলে-বুড়ো সবার মাথায় বেশ জাঁকিয়ে বসেছে খুশকি। এর সঙ্গে চুল হারাচ্ছে তার কোমলতা, রুক্ষ চুলে হাত দিতে নিজেই বেশ বিরক্ত হয়ে যাচ্ছেন। এই সমস্যা থেকে উত্তরণের একমাত্র উপায় কলা। পাকা কলার ব্যবহারই পারে আপনার চুলের কোমলতা ফিরিয়ে আনতে ও মাথার খুশকি বিদায় করতে। জেনে নিন চুলে কলা ব্যবহারের উপায়।
কলা-দইয়ের মাস্ক
পাকা কলা একটি, দুই চামচ টক দই ও অর্ধেক লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এবার পুরোটা চুলে লাগিয়ে, কাভার দিয়ে ৩০ মিনিট মাথা ঢেকে রাখুন। এরপর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।
কলা-ডিমের মাস্ক
ডিমের গন্ধ অনেকে সইতে পারেন না বলে মাস্ক বানানোর ক্ষেত্রে ডিম দিতে চান না। কিন্তু চুলের জন্য ডিম ভীষণ উপকারী। ডিম-কলা মেশানোর সময় এক চামচ গোলাপ জল কিংবা কমলালেবুর খোসা দিয়ে দেবেন। ডিমের গন্ধ চলে যাবে। এই মাস্ক কমপক্ষে ২০ মিনিট মাথায় রেখে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। মাথায় ডিমের গন্ধ থাকলে একটু কমলা লেবুর খোসা ভেজানো কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।
সপ্তাহে অন্তত একবার কলার মাস্ক দিলে রুক্ষতা ফেরার কোনও চান্সই থাকবে না।
সূত্র: বোল্ডস্কাই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!