কলের পানিতে মস্তিষ্ক খেকো অ্যামিবা সন্ধান; যুক্তরাষ্ট্রে ৮টি শহরে সতর্কতা

ডেস্ক : এবার কলের পানিতে মস্তিষ্ক খেকো অ্যামিবা বা অণুজীবের সন্ধান মিলেছে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রে। এর জেরে দেশটির ৮টি শহরে দুর্যোগের ঘোষণা দিয়ে সতর্কতা জারি করা হয়েছে। সরবরাহকৃত পানি ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর সিএনএনের।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের কলের পানিতে এক প্রকার বিরল অণুজীবের সন্ধান পাওয়া যায়। এককোষী এই প্রাণী মানুষের শরীরে প্রবেশ করতে পারলে মস্তিষ্কের ব্যাপক ক্ষতি করে দিতে পারে।

লেক জ্যাকশন, ফ্রিপোর্ট, এনগ্লিটন, ব্রাজোরিয়া, রিচউড, ওস্টার ক্রেক, ক্লুট, রোজেনবার্গ শহরেও পৌরসভার সরবরাহ করা পানিতে মস্তিষ্কখেকো অণুজীবের উপস্থিতি পাওয়া গিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই অনুজীব থাকা পানি পান করলে ততটা মারাত্মক প্রভাব পড়ে না। কিন্তু পানি নাক দিয়ে প্রবেশ করলে মহাবিপদ হতে পারে। অনেক সময় দেখা গিয়েছে, অ্যামিবা শরীরে হানা দেওয়ার পর কোনো মানুষ এক সপ্তাহের মধ্যে মারাও গিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!