কাজীরহাট-আরিচা ফেরিঘাট পরিদর্শন করলেন বিআইডাব্লিউটিসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, পাবনা : বঙ্গবন্ধু সেতুর উপর থেকে চাপ ও ঝুঁকি কমাতে এবং মুজিব শতবর্ষ উপলক্ষে বর্তমান সরকারের ১০ হাজার কিলোমিটার নদীপথ বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে বুধবার দুপুরে কাজীরহাট-আরিচা ফেরিঘাট পরিদর্শন করেছেন বিআইডাব্লিউটিসি’র চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক।
মঙ্গলবার আরিচা ফেরিঘাট থেকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরিটি কাজীরঘাট ফেরিঘাটে এসে নোঙর করেছে। বুধবার দুপুরে বিআইডাব্লিউটিসি’র চেয়ারম্যান রো রো ফেরী বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এর পরীক্ষামূলক যাত্রার মাধ্যমে কাজীরহাট ফেরিঘাটে এসে পৌঁছান।
কাজীরহাট ফেরীঘাটে নামার পর তিনি ঘাট এলাকার আশপাশ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, কাজীরহাট ও আরিচা ফেরীঘাট এর দুপাশের অবস্থানসহ নদীর নাব্যতা অনুযায়ী ফেরি চলাচলের উপযোগী রয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে ফেরি চলাচল কার্যক্রম শুরু হবে।
পরিদর্শন শেষে টিএস ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) প্রশিক্ষণ জাহাজের পরীক্ষামূলক যাত্রার মাধ্যমে আরিচাঘাটের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ দপ্তরের (বিআইডাব্লিউটিসি) প্রধান প্রকৌশলী (পুর), পরিচালক (নৌসওপ), অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং), অধ্যক্ষ এসপিটিআই মাদারীপুরসহ প্রটোকল কর্মকর্তা তার সফরসঙ্গী ছিলেন। এছাড়াও দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বেড়া উপজেলার রূপপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাশেম উজ্জল, মাসুমদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মিরোজ হোসেনসহ জনপ্রতিনিধি, আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
বিআইডাব্লিউটিসির’র ক্যাপ্টেন আলী রেজা বলেন, কাজীরহাট আরিচাঘাট ফেরী চলাচল শুরু হলেই প্রথম অবস্থায় ৪ টি ফেরী চলাচল করবে। যানবাহন পারাপারের উপর ভিত্তি করে আরও ফেরী বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!