কাজী হায়াৎ’র সঙ্গে দেখা করলেন মিশা

বিনোদন: উন্নত চিকিৎসার জন্য বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখানে তার একমাত্র সন্তান চিত্রনায়ক কাজী মারুফও রয়েছেন। নিউ ইয়র্কে বর্তমানে দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগরও অবস্থান করছেন। তিনি গতকাল নিউ ইয়র্কের কুইন্সে কাজী হায়াতের সঙ্গে দেখা করেন। মিশা সওদাগর মুঠোফোনে বলেন, দেশবরেণ্য গুণী নির্মাতা কাজী হায়াতের সঙ্গে কুইন্সে দেখা করলাম। এখন তিনি ভালো আছেন। আমার সঙ্গে লম্বা সময় কথা হয়েছে। কাজী মারুফ তার সার্বক্ষণিক যতœ নিচ্ছে।
তাকে আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। নিউ ইয়র্কে যাওয়ার আগে কাজী হায়াৎ তার অসুস্থতা নিয়ে জানিয়েছিলেন, ঘাড়ের রক্ত চলাচলের যে রগটি আছে সেটি ব্লক হয়ে গেছে তার। মাথায় যে রক্ত চলাচলের রাস্তা সেটিও ব্লক পর্যায়ে। বাংলাদেশে এর চিকিৎসা হয় না। তাই তিনি নিউ ইয়র্কে যান। নিউ ইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। উল্লেখ্য, কাজী হায়াৎ অনেকদিন ধরেই অসুস্থ। গত বছরের ২২শে ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় রওনা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা। এর আগেও নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে একবার চিকিৎসা নিয়েছিলেন কাজী হায়াত। এদিকে ২০০৫ সালে ওপেন হার্ট সার্জারিও করা হয় এ নির্মাতার। জানা যায়, সুস্থ হয়ে দেশে ফিরে আবারো নতুন ছবি নির্মাণের কাজে হাত দেবেন কাজী হায়াৎ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!