কাজে মনোযোগী বারিশ
বিনোদন: বুলবুল ললিতকলা একাডেমি (বাফা)-এর নৃত্যশিল্পী ও মডেল বারিশ হক অভিনয়েও বেশ পারদর্শী। এই উঠতি তারকা হঠাৎ করেই পড়াশোনার জন্য মাঝে মালয়েশিয়ায় ছিলেন। দেশে ফিরে আবার কাজে মনোযোগী হয়েছেন তিনি। সমপ্রতি ঢাকায় ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইকে র্যাম্প মডেল হিসেবে কাজ করেন। তবে র্যাম্পে নিয়মিত হতে চান না। বারিশ হক বলেন, আমি ২০১০ সালে বাফা থেকে নাচ করা শুরু করি। মাঝে হৃদয় খান মিক্সড টু অ্যালবামের নির্ঝর আপার গাওয়া ‘আজ নিশি’, কাজী শুভর ‘দিল দিওয়ানা’ গানের মডেল হিসেবে কাজ করার পাশাপাশি নাটকে অভিনয় করেছি। বর্তমানে কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ স্যারের প্রতিষ্ঠান নৃত্যভূমির অধীনে কাজ করছি।
Spread the love