কাতারি আমিরকে আমন্ত্রণ সৌদি বাদশাহর
আন্তর্জাতিক ডেস্ক : আগামি ৯ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে গাল্ফ করপোরেশন কাউন্সিল-জিসিসি সম্মেলনে যোগ দিতে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানিকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান।কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ’র বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
কিউএনএ’র খবরে বলা হয়েছে, কাতারের আমির সৌদি বাদশাহর কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন। জিসিসি’র মহাসচিব আবদুল লতিফ জায়ানি কাতারের পররাষ্ট্রমন্ত্রী সোলতান বিন সাদ আল মুরাইখির মাধ্যমে এই আমন্ত্রণ পাঠিয়েছেন।
সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ এনে ২০১৭ সালের জুনে কাতারের ওপর অবরোধ আরোপ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব,বাহরাইন ও মিসর। ছিন্ন করা হয় কূটনৈতিক ও সব ধরনের পরিবহন যোগাযোগ। তবে বরাবরই তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে আসছে দোহা।
কাতারের দাবি এই অবরোধের লক্ষ্য হলো দোহার সার্বভৌমত্বকে ক্ষুন্ন করা। অবরোধ আরোপের পর সৌদি আরব ও কাতারের মধ্যে তেমন কোনও কূটনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়নি।
সৌদি বাদশাহর এই আমন্ত্রণ তাই উপসাগরীয় সংকট দূর করার ক্ষেত্রে আশার আলো দেখাতে পারে।