কালেক্টরেট মডেল স্কুল এন্ড কলেজ ভবনের নির্মান কাজের উদ্বোধন

পাবনা প্রতিনিধি: পাবনা কালেক্টরেট মডেল স্কুল এন্ড কলেজের চার তলা ভীত বিশিষ্ট, এক তলা একাডেমিক ভবনের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ৮৫কোটি টাকা ব্যায়ে এ ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক কবীর মাহমুদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোখলেছুর রহমান, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) উপপরিচালক আফরোজা আখতার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ নেওয়াজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ব্যবসা বাণিজ্য শাখা, নেজারত শাখা) মোঃ সাজ্জাত হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেকর্ডরুম, জেএম শাখা, তথ্য ও অভিযোগ শাখা) খোন্দকার মাহমুদুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, সাধারণ প্রবাসী কল্যাণ শাখা,পর্যটন সেল মুজিব বর্ষ সমন্ময় সেল) মোঃ বায়েজীদ বিন আখন্দ, এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার তাহামিনা আক্তার রেইনা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন, পাবনা সদর নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান , কালেক্টরেট মডেল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ সুলতানা আলম সহ শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

উদ্ধোধন শেষে দোয়া পরিচালনা করেন, কালেক্টরেট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা কল্যাণ ও কল্যাণ শাখা) মোঃ মিজানুর রহমান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!