কালেক্টরেট সহকারী সমিতি পদবি পরিবর্তনের দাবীতে কর্মচারীদের কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পদবি পরিবর্তনসহ বেতন গ্রেড বৃদ্ধির দাবীতে পাবনায় কর্মবিরতি পালন করছে জেলা প্রশাসনের ৩য় শ্রেণির কর্মচারীরা।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পাবনা জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসের ৩য় শ্রেণির কর্মচারীরা ২০ জানুয়ারি থেকে এ কর্মবিরতি শুরু করে। যা শেষ হয় মঙ্গলবার (২৮ জানুয়ারি)।
কর্মবিরতি চলাকালে সংশ্লিষ্ট অফিসসমূহের দাপ্তরিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। অনেক সেবাগ্রহীতা সেবা না পেয়ে ফিরে যায়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দাবীর সমর্থনে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য দেন সমিতির জেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারন সম্পাদক মহিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এবিএম শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সহঃসম্পাদক মোঃ মেহেদী হাসান, সাংগঠিক সম্পাদক মোঃ মুরাদ হোসেন, সহঃসাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান, প্রচার সম্পাদক মোঃ ইনসাফ আলী, ক্রীড়া সম্পাদক এসএম তোফাজ্জেল হোসেন সহ সমিতির সকল সদস্যবৃন্দ।