আজ গণভবনে আওয়ামী লীগ-ঐক্যফ্রন্টের সংলাপ
গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধানসম্মত সব বিষয়ে আলোচনার জন্য তৈরি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেনকে পাঠানো চিঠিতে এ কথা জানিয়েছেন তিনি। সংলাপের জন্য ঐক্যফ্রন্ট নেতাদের আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা।
বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় সকালে এই আমন্ত্রণের চিঠি পৌঁছে দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ।
এ সময়, ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য মোস্তফা মহসিন মন্টু জানান, ঐক্যের পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ড. কামাল হোসেন। চলমান রাজনৈতিক সংকট নিরসনে এ সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি
Spread the love