কাশ্মীরে ভারতের মর্টার শেল হামলা : নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের মর্টার শেল হামলায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। গোলাগুলির মধ্যে কোটলিতে ওই হামলায় আরো সাতজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। গত মঙ্গলবার রাতে একজন সিনিয়র হাসপাতাল কর্মকর্তা নাসরুল্লাহ খান বলেছেন, গোলাবর্ষণে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। ভারতীয় বাহিনীর গোলাবর্ষণে নিয়ন্ত্রণরেখা বরাবর নাকইয়ালে নিহতদের মধ্যে একজন নারী ও তার দুই শিশু সন্তান রয়েছে। নাসরুল্লাহ আরও বলেন, আধা-স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের কইরাট্টা শহরে আরেক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা শরিফ তারিক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখা বরাবর নাকইয়াল সেক্টরের একটি বাড়িতে একটি ভারতীয় মর্টার শেল আঘাত হানলে একজন মা, তার মেয়ে ও ছেলে নিহত হয়েছেন। এদিকে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নিয়ন্ত্রণরেখা বরাবর উভয়পক্ষের গোলাগুলিতে পাঁচজন ভারতীয় সেনাও আহত হয়েছেন। যদিও পাকিস্তান বলছে, ভারতে এমন দাবি মিথ্যা এবং ওই হামলায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ভারতীয় বিমানবাহিনী নিয়ন্ত্রণরেখা অতিক্রম করেছে বলে স্বীকার করেছে পাকিস্তান।