কাশ্মীর সীমান্তে পাক সেনার গুলিতে নিহত ভারতীয় সেনা
বিদেশ : স্বাধীনতাকামীদের বিরুদ্ধে একের পর এক অভিযানে উত্তপ্ত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। এর মধ্যে বৃহস্পতিবার সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতীয় সংবাদ সংস্থা এআনআই জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত কাশ্মীর সীমান্ত। সীমান্তে পাক সেনার ছোঁড়া গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন।
এ ছাড়া জখম হয়েছেন এক গ্রামবাসী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত থেকে রাজৌরি ও পুঞ্চ জেলা বরাবর তারকুন্ডি সেক্টরে নিয়মলঙ্ঘন করে পাকিস্তানি সেনারা গুলি ছুড়ে বলে ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ। এতে পালটা জবাব দেয় ভারতীয় সেনারাও। এদিকে কাশ্মীরের বুদগাম জেলায় আত্মগোপনে থাকা স্বাধীনতাকামীদের খোঁজে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
রাত দুটায় গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। এ সময় স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। তবে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর আসেনি।