কিরাতের সুন্নত সাতটি
ধর্মপাতা: ১. ‘আউজুবিল্লাহি মিনাশ শায়তনির রজিম’ পড়া। (বাদায়েউস সানায়ে : ১/২০২)
২. ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ পড়া। (আল-বাহরুর রায়েক : ১/৩১২)
৩. (হানাফি মাজহাব মতে) আস্তে আমিন বলা। (আল ফিকহ আলাল মাজাহিবিল আরবাআ : ১/২৫০)
৪. ফজর ও জোহরে তিলাওয়ালে মুফাসসাল, অর্থাৎ সুরা হুজরাত থেকে সুরা বুরুজ পর্যন্ত, আসর ও এশায় আসওয়াতে মুফাসসাল, অর্থাৎ সুরা বুরুজ থেকে সুরা বাইয়্যেনাত পর্যন্ত, মাগরিব নামাজে কিসারে মুফাসসাল অর্থাৎ সুরা জিলজাল থেকে সুরা নাস পর্যন্ত সুরাগুলো থেকে পড়া। (হেদায়া : ১/১১৯, আল-বাহরুর রায়েক : ১/৩৪০)
৫. ফজরের প্রথম রাকাত লম্বা করা। (বাদায়েউস সানায়ে : ১/২০৬)
৬. মধ্যম গতিতে তিলাওয়াত করা, বেশি দ্রুত কিংবা বেশি ধীরগতিতে তিলাওয়াত না করা। (ফাতাওয়ায়ে তাতারখানিয়া : ১/৪৫৬)
৭. ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে কেবল সুরা ফাতিহা পড়া। (হিদায়া : ১/১১১)১
Spread the love