কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ১৯
ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুইজনের জন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছে। কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের বীর প্রতীক তারামন বিবি বাইপাস চৌরাস্তায় সোমবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজু সরকার জানান।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ১৯ জনের মধ্যে ছয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো চিকিৎসাধীন রয়েছেন বলে আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহিনুর রহমান সরদার শিপন জানান। পরিদর্শক বলেন, আগামী ১৯-২১ ডিসেম্বর চরমোনাই ফজলুল হক মাদ্রাসায় ইজতেমা আয়োজন উপলক্ষে ১৭/১৮জন শিক্ষার্থী বাঁশ সংগ্রহের জন্য ট্রাকে করে উলিপুরে যাচ্ছিল। পথে ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
Spread the love