কুড়িগ্রামে বিরল ‘সাকারমাউথ ক্যাটফিশ’

উত্তরাঞ্চল সংবাদদাতা : কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সীমান্ত ঘেঁষা জালচিড়া নদীতে একটি বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। এটি সদর ইউনিয়নের বালিয়ামারী বাজার পাড়া গ্রামের নুর হোসেন মিস্ত্রির বাড়িতে সংরক্ষিত আছে। মাছটি দেখতে তার বাড়িতে উৎসুক জনতার ভিড় পড়েছে।

পার্শ্ববর্তী ব্যাপারী পাড়া গ্রামের জেলে আমজাদ হোসেনের জালে বৃহস্পতিবার বিকালে মাছটি আটকা পড়ে। স্থানীয়রা এর নাম বলতে পারছেন না।

তবে ইন্টারনেট ঘেঁটে জানা গেছে মাছটি সাকারমাউথ ক্যাটফিশ নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হাইপোস্টোমাস প্লেকোস্টোমাস। মাছটি উষ্ণ অঞ্চলীয় এলাকায় পাওয়া যায়। তবে, এর আগেও আমাদের দেশের বিভিন্ন জায়গায় এই মাছ ধরা পড়েছে।

নুর হোসেন মিস্ত্রি বলেন, তিনি মাছটিকে একটি বালতি ভর্তি পানিতে রেখেছেন। বালতিতে মাটি ফেললে ক্ষুধার্ত মাছটি তা খেয়ে ফেলছে। বিরল প্রজাতির মাছটির দৈর্ঘ্য প্রায় ১৪/১৫ ইঞ্চি। ওজন প্রায় সোয়া কেজি। গায়ে বিভিন্ন নকসা রয়েছে। আছে দাঁত।

এলাকার শিক্ষক আতাউর রহমান মাছটি সংরক্ষণের জন্য রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ বা মৎস্য বিভাগের সুনজর কামনা করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!