কৃষ্ণ সাগরে ২ জাহাজে আগুন, নিহত ১৪

ডেস্ক: কৃষ্ণ সাগরে দুই জাহাজে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে ১৪ জন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ১২ নাবিককে। গত সোমবার সন্ধ্যায় কৃষ্ণ সাগরের কেরচ প্রণালীর কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত দুই জাহাজই তানজানিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ। দুই জাহাজে তুরস্ক ও ভারতের নাগরিকসহ মোট ৩১ জন আরোহী ছিলেন। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত জাহাজ দুটির একটি থেকে অন্যটিতে জ¦ালানি তেল স্থানান্তর করা হচ্ছিল। একপর্যায়ে উভয় জাহাজেই আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় জাহাজগুলোর আরোহীরা সমুদ্রের পানিতে লাফ দিলে হতাহতের ঘটনা ঘটে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!