কোচের দায়িত্ব ছাড়লেন ফুলটন
স্পোর্টস: নিউ জিল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন পিটার ফুলটন। দেশের প্রথম শ্রেণির দল কেন্টাবুরির প্রধান কোচ হতে জাতীয় দলের পদ ছেড়েছেন দেশটির সাবেক এই ক্রিকেটার।
নিউ জিল্যান্ড ক্রিকেট বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। গত বছরের বিশ্বকাপ শেষে ব্যাটিং কোচ হিসেবে ক্রেইগ ম্যাকমিলানের স্থলাভিষিক্ত হন ফুলটন। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সফর এবং ঘরের মাঠে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজে জাতীয় দলের সঙ্গে কাজ করেন তিনি। জাতীয় দলের সঙ্গে কাজ করতে পারাটা দারুণ সম্মানের ছিল বলে জানিয়েছেন ফুলটন।
তবে কোচিং ক্যারিয়ারে আরেক ধাপ এগিয়ে যেতে প্রধান কোচ হিসেবে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। আগামী ১ অগাস্ট শুরু হবে ৪১ বছর বয়সী এই কোচের নতুন অভিযান।
Spread the love