কোহলিকে শ্রদ্ধা করি ভয় না: নাসিম শাহ
স্পোর্টস: পাকিস্তানি পেসার নাসিম শাহের বয়স নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, তবে পারফর্মেন্স দিয়ে তরুণদের মাঝে বেশ আলোচিত তিনি। মাত্র ১৬ বছর ৩৫৯ দিনে কনিষ্ঠতম বোলার হিসেবে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে হ্যাটট্রিক করেছিলেন। সেই নাসিম শাহ এখন ভারত অধিনায়ক বিরাট কোহলির মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে আছেন।
তিনি কোহলিকে শ্রদ্ধা করেন, কিন্তু ভয় পান না। রাজনৈতিক কারণে ইদানীং কালে আইসিসির ইভেন্ট ছাড়া দুই প্রতিবেশী দেশের দেখা হয় না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই পাকিস্তানি পেসার বলেছেন, নাসিম শাহ বলছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ে স্পেশাল। আমাকে অনেকেই বলেছেন, এই ম্যাচ এক জনকে নায়ক বানাতে পারে।
এই ধরনের ম্যাচ তো সব সময় হয় না। খুব অল্পই হয়ে থাকে। আমি ভারতের বিপক্ষে খেলতে চাই।’ সুযোগ পেলে ভারতের বিপক্ষে নিজেকে উজাড় করে দিতে চান নাসিম, ‘আমি বিশ্বাস করি ভারতের বিপক্ষে ভালো বল করতে পারব। এটুকু বলতে পারি যে ভক্তদের নিরাশ করব না। বিরাট কোহলির জন্য বলতে পারি, ওকে আমি শ্রদ্ধা করি কিন্তু ভয় পাই না।
বিশ্বের সেরা ব্যাটসম্যানকে বল করা সব সময়েই চ্যালেঞ্জের। এ ক্ষেত্রে নিজের খেলাকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে হয়। ভারত এবং বিরাট কোহলির বিপক্ষে খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি।’