ক্যাটস আইয়ের শুভেচ্ছা দূত হলেন ক্রিকেটার তামিম

অর্থনীতি: দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ক্যাটস আইয়ের নতুন শুভেচ্ছাদূত হয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। সোমবার রাজধানীর বনানীতে ক্যাটস আই কার্যালয়ে নতুন শুভেচ্ছা দূত হিসাবে জাতীয় ক্রিকেট দলের এই ওপেনারের নাম ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ‘পরিবর্তিত তারুণ্যের চাহিদা এবং ফ্যাশনের নতুনত্বের বাকবদলে’ আরও গতি আনতে তামিমকে শুভেচ্ছা দূত করা হয়েছে।
“পাশ্চাত্যের সঙ্গে দেশী ট্রেন্ড এবং রুচির সমন্বয় করে ক্যাটস আইয়ের প্রচারণায় অংশ নিবেন নতুন এই শুভেচ্ছা দূত।”
ইতোমধ্যে তামিম ইকবাল নতুন ডিজাইনের শীতকালীন পণ্যের ফটোশ্যুটে অংশ নিয়েছেন বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
তামিমকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “ক্যাটস আইয়ের পণ্যের প্রচারে আমি সম্পৃক্ত থাকতে পারছি, এটা ভেবে ভালো লাগছে। আমার ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ুক ব্র্যান্ডটির দ্যূতি- এমনটাই আশা করছি।”
আশি দশকের শুরুতে সাঈদ সিদ্দিকী রুমী ও আশরাফুন সিদ্দিকী ডোরা দম্পতির নেতৃত্বে ক্যাটস আই ব্র্যান্ডের যাত্রা শুরু হয়।
ক্যাটস আইয়ের পরিচালক সাদিক কুদ্দুস বলেন,ক্রিকেটার তামিমের জনপ্রিয়তাকে সঙ্গী করে এবার ক্যাটস আইও নিজেদের ব্র্যান্ডের প্রচারণায় নতুনত্ব আনতে পারবে।
ঢাকার বাইরে সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, বগুড়া, কুমিল্লা, ময়মনসিংহ এবং কক্সবাজারে নিজেদের আউটলেট থাকার কথা জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!