ক্রিস্টাল গ্রুপের সহযোগিতায় ১৪নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবকলীগের খাদ্য সামগ্রী বিতরণ

মিজান তানজিল,পাবনা: পাবনায় করোনা ভাইরাস সংক্রামণের কারণে জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ও ক্রিস্টাল গ্রুপের সহযোগিতায় পৌরসভার ১৫টি ওয়ার্ডের দু:স্থ ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে পৌর ১৪নং ওয়ার্ডের হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে শতাধিক পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক মুনির উদ্দিন আহমেদ মান্না,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক জামিরুল ইসলাম মাইকেল,ক্রিস্টাল গ্রুপের অন্যতম পরিচালক ও সি-লাইন পরিবহনের স্বত্বাধিকারী সাবেক ছাত্রলীগ নেতা সেলিম হোসেন।

১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহিন প্রামাণিক,সাধারন সম্পাদক আব্দুস সালাম, সাবেক কমিশনার ও পৌর আওয়ামীলীগের সহ সভাপতি এ এইচ এম আরিফিন,পৌর আওয়ামীলীগের নেতা আব্দুর রহিম টিপু,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন, পৌর স্বেচ্ছাসবেকরীগের সভাপতি শহিদ মালিথা, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বিক্কুল,জেলা ছাত্রলীগের অন্যতম সহ সভাপতি নাসিম হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা খোকন,কামাল, শহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!