ক্ষমতায় থাকতে নানা টালবাহানা শুরু করেছে সরকার ; পাবনায় বিএনপি নেতৃবৃন্দ
কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় সভায় ভার্চুয়ালে বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
সভায় বিএনপি নেতারা আরও বলেন, সরকার আগামী বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে আজকে গণমাধ্যমের ওপর তারা জুলুম নির্যাতন শুরু করেছে। সত্য তুলে ধরলেই তাদের মামলা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। অসহনীয় দ্রব্যমূল্য ও সরকারের লুটপাটের কারণে মানুষ যে কষ্ট আছে, সেই কষ্টগুলোও আজকে গণমাধ্যমকর্মীরা তুলে ধরতে পারছে না।
সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ হারুন, কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ওবায়দুর রহমান চন্দন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোল্লা, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম সম্পাদক আনিসুল হক বাবু, সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান সহ অনেকে উপস্থিত ছিলেন।