খালেদা জিয়ার মুক্তির দাবিতে পাবনায় যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, পাবনা : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।
আজ শনিবার সকালে শহরের স্থানীয় বাংলাদেশ ঈদগাহ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
জেলা যুবদলের সভাপতি মোসাব্বির হোসেন সনজু, সাধারন সম্পাদক হিমেল রানা ও সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন বাবুর নেতৃত্বে নেতাকর্মীদের মিছিল থেকে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে নানা শ্লোগান দেওয়া হয়।
Spread the love