খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে বিএনপির সমাবেশ 

পিপ (পাবনা) : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সমাবেশ করেছে পাবনা জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠন। গতকাল রোববার বেলা ১১টায় পাবনা ট্রাফিক মোড়ে পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পাবনা জেলা বিএপির যুগ্ন-আহবায়ক আব্দুস সামাদ থান মন্টু, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক পৌর সভাপতি আলহাজ্ব তৌফিক হাবিব, পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি একেএম মুসা, সাবেক যুগ্ন্-সম্পাদক নুর মোহাম্মদ মাসুম বগা,আনিসুল হক বাবু রেহানুল ইসলাম বুলাল,আবু বকর সিদ্দিক মকু, মোসাব্বির হোসেন সন্জু সাবেক জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক জহুরুল ইসলাম, বিএনপিনেতা, সবুজ, আসিফ, আরিফ, জেলা মৎসজীবি দলের আহবায়ক আজম প্রাং, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিমেল রানা, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আরিফ চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ কামরুজ্জামান প্রিন্স,পাবনা বিজ্ঞান প্রযুক্তি ছাত্রদল আহবায়ক একরামূল হক লেমন, মতিয়ার রহমান মনোয়ার মুন,ফারুক হোসেন সুজন, সম্্রাট,রাকিব,সাব্বির। এ ছাড়া ও বিএনপির সিনিয়র নেতারা, জেলা যুবদল,জেলা ছাত্রদল.জেলা মহিলা দল. জেলা স্বেচ্ছাসেবক দল, বিজ্ঞান প্রযুক্তি ছাত্রদল, এডওয়ার্ড কলেজ ছাত্রদল ও পাবনা সদর উপজেলা ও পৌর যুবদল,ছাত্রদল,স্বেচ্ছসেবক দল সহ বিভিন্ন নেতাকর্মিরা উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!