খালেদা জিয়ার রায়ে প্রমানিত হয়েছে দেশে আইনের শাসন আছে-পাবনায় হানিফ
পাবনা রিপোর্ট টোয়েন্টিফোর: খালেদা জিয়ার আইনজীবীরা তাকে নির্দোশ প্রমান করতে ব্যার্থ হয়েছে। এই রায়ের ফলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। রায়কে কেন্দ্র করে কেউ বিশৃংখলা করার সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করবে আইন শৃংখলা বাহিনী বলে জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি আজ দুপুরের দিকে পাবনা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরে পাবনা-কুষ্টিয়া সিমান্ত চরভবানীপুর ১নং হাটশ ইউনিয়নে আলহাজ কেরামত আলী বিশ্বাস উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের এক সভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
Spread the love