খালেদা জিয়া ছাড়া এদেশে গণতন্ত্র নিরাপদ নয়-পাবনায় বিএনপি নেতা দুলু

নিজস্ব প্রতিবেদক, পাবনা : বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বেগম খালেদা জিয়া ছাড়া এদেশে গণতন্ত্র নিরাপদ নয়। এজন্য দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বেগম জিয়ার মুক্তি আন্দোলনে শরিক হতে হবে।

সারাদেশে শিঘ্রই নতুন জেলা কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে ত্যাগী, সাহসী, পরীক্ষিত ও তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেয়া হবে। শুক্রবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে পাবনা জেলা বিএনপির নির্বাহী কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ খান মন্টুর সভাপতিত্বে এবং জেলা বিএনপির স্ধাারন সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতার পরিচালনায় অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির পরাজয় হয়নি, নীল নকশার নির্বাচনে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ।

সভায অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, একেএম সেলিম রেজা হাবিবসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!